বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’র আসর মানেই সুন্দর কিংবা অদ্ভুত ফ্যাশনের এক জমকালো আসর। এ আসরে অংশ নিতে মডেল, অভিনেতা, লেখক, সংগীত শিল্পী এমনকি খেলার জগতের তারকারাও তাকিয়ে থাকেন। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ সোমবার সন্ধ্যায় এবারের আয়োজনের থিম ছিল প্রয়াত ফ্যাশন আইকন কার্ল লেগারফিল্ডকে ঘিরে। তার সম্মানে ‘কার্ল লেগারফিল্ড: এ লাইন অব বিউটি’ ফ্যাশন শোতে এবার পোশাকের রঙ সাদা-কালো নির্ধারণ করে দেওয়া হয়। তবে কেউ কেউ অন্য রঙের পোশাক পরেও হাজির হয়েছিলেন শোতে।