Published : 25 Jun 2023, 11:54 AM
ঢাকার মঞ্চে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত 'আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের প্রদর্শনী থাকছে ঈদে।
একাত্তরের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের নিয়ে সাহিত্যিক নীলিমা ইব্রাহিমের লেখা অবলম্বনে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ‘স্পর্ধা: ইন্ডিপেন্ডেট থিয়েটার কালেক্টিভ’ এর চতুর্থ প্রযোজনা এটি।
‘স্পর্ধা’ বলছে, নাটকের এককালীন ধারাবাহিক প্রদর্শনী শুরু হয়েছে গত ১৬ জুন থেকে; ৩০ জুন পর্যন্ত ২১টি প্রদর্শনী হবে। এর মধ্যে আগামী ২৮ থেকে ৩০ জুন থাকছে ঈদের চারটি বিশেষ প্রদর্শনী।
নাটকে দুই বীরাঙ্গনা ময়না ও মেহেরজানের বয়ানে মুক্তিযুদ্ধের সময়ে তাদের ওপর চলা নির্মমতার কথা তুলে ধরা হয়েছে।
মেহেরজান চরিত্রে অভিনয় করছেন মহসিনা আক্তার, আর ময়না চরিত্রে শারমিন আক্তার। দুই বীরাঙ্গনার বয়ানের পাশাপাশি ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই থেকে আরও নানা তথ্য নিয়ে নাটকটি সাজিয়েছেন নির্দেশক।
জামিল আহমেদ গ্লিটজকে বলেন, “আমরা বলি, আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার চাচা মুক্তিযোদ্ধা; আমি নিজেও বলি, আমার শিক্ষক মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। কিন্তু কাউকে বলতে শুনি না, আমার মা বীরাঙ্গনা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দায়বদ্ধতা থেকেই নাটকটি করেছি।”
২৫ থেকে ২৭ জুন সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রদর্শনী রয়েছে এ নাটকের। ২৮ থেকে ৩০ জুন থাকবে ঈদের চারটি বিশেষ প্রদর্শনী। নাটকের ২১টি প্রদর্শনী শেষ হবে ৩০ জুন সন্ধ্যা ৭টায়।
মূল দুই চরিত্রের বাইরে আরও অভিনয় করেছেন বুড়ী আলী, শ্রাবণী ফেরদৌস, আরমীন মূসা, সোহেল রানা, সরওয়ার জাহান, সিফাত নওরীন, জৌপারী লুসাই, রিয়াসাত সালেকিন ও উম্মে আইমান।
নির্দেশনার পাশাপাশি মঞ্চ, আলোক পরিকল্পনা এবং সংগীতও নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনায় আছেন মহসিনা আক্তার। এছাড়া সহকারী নির্দেশনায় এম এস রানা, সংগীতে আছেন আরমীন মূসা ও ঘাসফড়িং কয়্যার।
পুরনো খবর