Published : 18 Jan 2024, 07:13 PM
শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে শনিবার ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটকের ২৯তম প্রদর্শনী করবে ঢাকা পদাতিক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা পদাতিক জানিয়েছে, সেদিন সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সূর্যসেনের প্রহসনমূলক বিচার ও হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহ নিয়ে ‘ট্রায়াল অব সূর্যসেন’ মঞ্চে আনে ঢাকা পদাতিক। ২০১৮ সালের ১৮ জানুয়ারি নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়।
শুরুতে এ নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছিলেন মাসুম আজিজ। তার মৃত্যুর পর নতুন করে নির্দেশনার কাজটি করছেন অভিনেতা নাদের চৌধুরী। এটি ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা ।
ঐতিহাসিক ব্যক্তিত্ব সূর্যসেন, প্রীতিলতা ছাড়াও নাটকটিতে ৪০টি চরিত্র রয়েছে। অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, মিলটন আহমেদ, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, আক্তার হোসেন প্রমুখ।