Published : 23 Apr 2023, 11:54 AM
টানা মহড়া আর প্রস্তুতি চলছিল অনেকদিন ধরে, সব সম্পন্ন করে ঈদের সন্ধ্যায় নাট্যকার জামিল আহমেদের নতুন নাটক ‘বিস্ময়কর সবকিছু’ মঞ্চস্থ হল ঢাকায়।
এ নাটকটি ব্রিটিশ নাট্যকার ডানকান ম্যাকমিলানের ‘এভরি ব্রিলিয়ান্ট থিং’ এর অনুবাদ। ‘স্পর্ধা’ প্রযোজিত এই নাটকের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। অভিনয় করেছেন মহসিনা আক্তার।
ঈদ উৎসবে শনিবার ঢাকার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মহড়া কক্ষে দেখানো হয় ‘বিস্ময়কর সবকিছু’। নাটকটি দেখতে উপস্থিত হয়েছিলেন সাংস্কৃতিক সংগঠক রামেন্দু মজুমদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামালউদ্দিন কবিরসহ অনেকে।
রোববার সন্ধ্যা ৭টায় একই জায়গায় নাটকটির আরও একটি প্রদর্শনী হবে।
প্রতি বছর ঈদের ছুটিতে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র খোলা থাকলেও নাটক পাড়া সাধারণত নিশ্চুপ থাকে। তেমন কোনো নাটক মঞ্চায়ন হয় না।
সেই ধারা পালটে দিয়ে এর আগে ২০১৭ সালেও ঈদ উৎসবে টানা ১০ দিন সৈয়দ জামিল আহমেদ তার নির্দেশিত 'রিজওয়ান' নাটকটি মঞ্চস্থ করেছিলেন। তখন নাটকটি মঞ্চে ‘আলোড়ন’ তুলেছিল।
ঈদ উৎসবে নাটক পাড়া বন্ধ থাকার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন, নাট্যকর্মীদের অনেকেই ঈদের ছুটিতে গ্রামে চলে যান। যার জন্য নাটকের প্রদর্শনী করা সম্ভব হয় না। তাছাড়া ঈদের ছুটিতে মিলনায়তন বরাদ্দ পাওয়াটাও সহজ নয়।
স্পর্ধা জানিয়েছে, এবার ঈদ উৎসবে পরপর দুই সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আমন্ত্রণে ‘বিস্ময়কর সবকিছু’ মঞ্চস্থ হচ্ছে৷
সীমিত সংখ্যক দর্শক নাটকটি দেখার সুযোগ পাচ্ছেন এবং বিস্তারিত জানতে ও আসন বুকিংয়ের জন্য ০১৭১৩২০৯০৯১ নম্বরে যোগাযোগ করতে হবে। নাট্যকলার ছাত্র/ছাত্রী ও থিয়েটার কর্মীরা অগ্রাধিকার পাবেন।
'বিস্ময়কর সবকিছু'র গল্প
'বিস্ময়কর সবকিছু' নাটকের গল্প একজন নারীকে ঘিরে। সে সাত বছর বয়সে তার আত্মহত্যাপ্রবণ মাকে বাঁচাতে বিস্ময়কর সবকিছুর তালিকা শুরু করে। চেষ্টা করে কীভাবে নিজের মাকে জীবনের প্রতি আগ্রহী করে তোলা যায়। এভাবেই মাসের পর মাস বছরের পর বছর কেটে যায়।
ছোট্ট মেয়েটি বড় বড় হতে থাকে আর তার সঙ্গে সঙ্গে চলতে থাকে মাকে বাঁচানোর জন্য জীবনের ছোট-বড় সব বিস্ময়কর জিনিসের তালিকা করার কাজ। কিন্তু মাকে সে বাঁচাতে পারে না। তবে সব বিরূপতা সত্ত্বেও সে খুঁজে বের করে নিজেকে বাঁচিয়ে রাখার উপায়। বিস্ময়কর সবকিছুর তালিকা জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়।
শিল্পকলা একাডেমির কার্যবিবরণী থেকে জানা যায়, নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান স্পর্ধা ইন্ডিপেন্ডেন্ট থিয়েটার কালেক্টিভ থেকে নাটকটি ৬৪ জেলায় মঞ্চায়নের জন্য শিল্পকলা একাডেমিকে প্রস্তাব দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ২০ মার্চ শিল্পকলা একাডেমিতে এক সভা হয়। প্রাথমিকভাবে ঢাকায় কয়েকটি প্রদর্শনী আয়োজনের পর দেশব্যাপী এর প্রদর্শনীর পরিকল্পনা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়।