Published : 22 Jun 2023, 05:19 PM
ঈদুল আজহায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গাইবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।
বিটিভির বিশেষ ঈদ আয়োজনে এবার থাকছে তার একক সঙ্গীতানুষ্ঠান।
সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনা এবং ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়।
বিটিভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই’, ‘আমারে পোড়াইতে তোমার এত আয়োজন’ ‘ঘুরঘুর পোকা’ ‘দেওয়ানা করে দে’, তোমায় কত ভালাবাসি অন্তরযামি জানে’ ‘কালো কোকিল কলঙ্কের কালি লাগাইলো’, আমার এই ভরাস ছিল মনে গো...’ ও ‘বন্ধু তুই লোকাল বাস’ গানগুলো গাইবেন মমতাজ।