Published : 25 Jul 2023, 12:01 PM
মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতির বিবাহবার্ষিকী এবার একটু অন্যরকমভাবেই উদযাপিত হল।
তাদের কাছের মানুষরা আয়োজন করেছিল ‘সারপ্রাইজ পার্টি’। অসুস্থ ফারুকী সুস্থ হয়ে গেলেন সেই পার্টিতে গিয়ে, যা জানা গেল তার বয়ানেই।
গত ১৬ জুলাই ছিল ফারুকী-তিশার দাম্পত্য জীবনের ১৩ বছর পূর্তির দিন। এর সাত দিন পর ঢাকার একটি রেস্তোরাঁয় সারপ্রাইজ পার্টিতে ফারুকী ও তিশাকে শুভকামনা জানাতে উপস্থিত হন বিনোদন অঙ্গনে তাদের কাছের মানুষেরা।
‘অণুগল্প ১’ শিরোনাম দিয়ে গত রোববার রাতে ফারুকী ফেইসবুকে লিখেছেন, “কালকে আমার শরীরটা একটু কেমন কেমন জানি ছিল। ভাবলাম ডেঙ্গু কি না? টেস্ট করার জন্য রাজ আমাকে নিয়ে গেল। প্ল্যান ছিল সেখান থেকে রাজ তার একটা ব্যক্তিগত কাজে আমাকে নিয়ে যাবে। টেস্ট শেষে নিয়ে গেল এক রেস্টুরেন্টে। ভাবলাম রাজ বিয়ে করতেছে নাকি, মেয়ে পক্ষ আসবে বলে আমারে নিয়ে আসলো নাকি, নাকি ও ফ্ল্যাট কিনল যে উপলক্ষে খাওয়াবে। ঐদিকে ভিতরে শিকারীরা ক্যামেরা তাক করে আমার বোকা হয়ে যাওয়া মুহূর্ত ক্যাপচার করবে বলে। ভেতরে ঢুকে দেখি আমাদের অ্যানিভারসারি সারপ্রাইজ পার্টি! সেখানে যাওয়ার পর দেখি আমার ডেঙ্গু হাওয়া। লাইফ ইজ বিউটিফুল।”
পরে ‘গল্পের বাকী অংশ’ শিরোনামে আরেকটি পোস্ট লেখেন ফারুকী। সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেন তিনি।
তার ভাষায়, “কালকে যদি খালি একটা ক্যামেরা ওপেন করে রাখা যাইত, তাহলেই এটা জমজমাট এক শো হয়ে যেত। এমন অনেক কথা উঠে আসছে যেটা আমি নিজেই জানতাম না। আমাদের ছবিয়াল হাউসের অবিশ্বাস্য সব দিন আর আমাদের প্রেমের গল্প সব একাকার হয়ে আসছিল। আশা করি কোনো এক দিন সেই সব সময় নিয়ে আমরা কিছু একটা বানাতে পারব। ১৮ প্লাস কন্টেন্ট হবে সেটা নিশ্চিত। কিন্তু বাংলাদেশের পরিবর্তনের চিহ্নগুলাও আমাদের জীবনের ভিতর দিয়ে চলে আসবে। রুদ্ধশ্বাস, স্বপ্নময়, কেয়ারলেস সেইসব দিন।”
সেই সারপ্রাইজ পার্টি এতটাই মুগ্ধ করেছে তিশাকে, যে পরদিনও আচ্ছন্নতা মুক্ত হত পারছিলেন না তিনি।
ফেইসবুকে ছবি শেয়ার করে তিশা লেখেন, “কালকে রাতের ভাইব থেকে এখনও বের হতে পারছি না। সবাইকে ধন্যবাদ আমাদের অ্যানিভার্সারি পার্টিটা এত স্মরণীয় করে দেওয়ার জন্য। লাভ ইউ অল।”
এর আগে ১৬ জুলাই বধূসাজে ফটোশুটের ছবি ফেইসবুকে শেয়ার করে তিশা লিখেছিলেন, “২০১০ এর এই দিনটাতে আমাদের বিয়ে হয়। আজ ২০২৩। দেখতে দেখতে তেরটা বছর এক সাথে কাটিয়ে দিলাম। তাই ভাবলাম একই পোশাকে, একই মানুষের সাথে আবার বিয়ে হোক। জীবনে যোগ হয়েছে শুধু ইলহাম। আর বিয়োগ হয়েছে সময়। বাকি সবকিছু আগের মতোই আছে। ধন্যবাদ তোমাকে, এত বছর আমাকে সহ্য করার জন্য। আলহামদুলিল্লাহ।
লাভ ইউ সো মাচ। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি।”
ফারুকীর সহকারী পরিচালক হিসেবে পথচলা শুরু করেছিলেন রেদওয়ান রনি, মোস্তফা কামাল রাজ, আশফাক নিপুন, আদনান আল রাজিব, শরাফ আহমেদ জীবনসহ অনেকে। তারা এখন প্রতিষ্ঠিত নির্মাতা। এই সারপ্রাইজ পার্টিতে উপস্থিত ছিলেন তারা।
এছাড়া শুভকামনা জানাতে এসেছিলেন ইরেশ যাকের, আবু শাহেদ ইমন। অভিনেত্রীদের মধ্যে ছিলেন মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, গায়িকা এলিটা করিমসহ অনেকে।