Published : 23 Jun 2023, 07:33 PM
একপাশে সুনেরাহ, অন্যপাশে বিদ্যা সিনহা মিম। মাঝখানে চিত্রনায়ক সিয়াম। এমন একটি ছবি নিজের ফেইসবুকে শেয়ার করে চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন লিখেছেন, “সিয়ামকে বলেছিলাম প্রমোশনে গিয়ে নায়িকাদের হাত টাত ধরো না ভাই। সে শুনে সিয়াম নতুন স্ট্রাটেজি নিয়েছে।”
পোস্টের সঙ্গে সিয়ামের ছোট্ট একটি ভিডিও দিয়েছেন দীপন। যেখানে সিয়ামকে বলতে শোনা যায়, “খেয়াল করে দেখেন, আমি একটা নতুন স্ট্যাটেজি হাতে নিয়েছি- দুই পাশেই হাত আছে, কিন্তু ছোঁবে না, মানে ধরব কিন্তু ছোঁব না।”
দীপঙ্কর দীপনের নতুন সিনেমা ‘অন্তর্জাল’ এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামাল।
পরিচালক দীপন বৃহস্পতিবার নিজের ফেইসবুকে ঢাকাই সিনেমার এই তিন নায়ক-নায়িকাদের ছবি ও ভিডিওটি পোস্ট করেন।
হুট করে সিয়াম কেন এমন কথা বললেন- কি এমন কৌশল বেছে নিলেন? তা নিয়ে সোশাল মিডিয়ায় তৈরি হয়েছে নানা আলোচনা। সিয়াম বা পরিচালক দীপন কেউই স্পষ্ট করেননি বিষয়টি। তবে সিনেমাপ্রেমীদের বুঝতে বাকি নেই, খোঁচাটা চিত্রনায়িকা পরীমনির দিকেই গেছে।
২০২২ সালে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমার প্রচারে গিয়ে মিমের হাত ধরার কারণে স্বামী শরিফুল রাজের উপর চটেছিলেন নায়িকা পরীমনি। তখন ফেইসবুক পোস্টে সিয়ামের প্রশংসাও করে পরীমনি বলেছিলেন, “সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকা চটকি করতে দেখি নাই কোনদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।”
সেই সময় মিমকে জড়িয়ে রাজকে নিয়ে আরও অনেক কথা বলেছিলেন। মিম ও রাজের মাঝরাতে দীর্ঘসময়ের ফোনালাপ নিয়ে বিরক্তিও প্রকাশ করেছিলেন।
পরে পরীমনির মন্তব্যকে ঘিরে মিমও পাল্টা পোস্ট লেখেন ফেইসবুকে। তাদের দুজনের পাল্টাপাল্টি পোস্টে শোবিজ পাড়ায় নানান আলোচনা, জল্পনা-কল্পনা চলে। তখন থেকেই রাজের সঙ্গে পরীমনির দাম্পত্য জীবনের টানাপড়েনের খবরও জনসম্মুখে আসতে শুরু করে।
নাম না নিলেও পরিচালক দীপন বেশ কিছু দিন থেকে নানা কারণে আলোচনায় থাকা চিত্রনায়িকা পরীমনিকে খোঁচা দিতেই ফেইসবুকে পোস্টটি করেছেন বলে অনেকেই মনে করছেন।