Published : 11 Jun 2025, 12:37 PM
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল, এই ত্রয়ী একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছেন ‘ভালোবাসি শুধু যে তোমারে’ শিরোনামের একটি গান।
ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে এই গানে প্রথমবারের মত গেয়েছেন হাবিব ও ন্যান্সি।
ঈদের নাটক ‘হৃদয়ের কথা’ নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছে। নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
ইমরান মাহমুদুল বলেন, "হাবিব ও ন্যান্সি জুটি বরাবরের মতই দারুণ গান করেন, তবে এই প্রথমবার তারা আমার সুর ও সংগীতে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।"
গানের কথা লিখেছেন আহমেদ রিজভী।
এদিকে ‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।