Published : 13 Oct 2023, 01:18 PM
স্ত্রীকে নিয়ে রসিকতা সহ্য করতে না পেরে যে স্বামী অস্কার মঞ্চে সঞ্চালকের গায়ে হাত তুলে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিলেন, সেই দম্পতি নাকি গত সাতবছর ধরে এক ছাদের নিচে থাকছেন না। আবার কাগজে-কলমে বিচ্ছেদের কথাও ভাবছেন না তারা।
এই দম্পতি হলেন হলিউডি অভিনেতা উইল স্মিথ ও অভিনেত্রী প্রযোজক জাডা পিঙ্কেট স্মিথ। তাদের সম্পর্কের ভাঙন নিয়ে বিভিন্ন সময়ে কানাঘুঁষা এসেছে, কিন্তু দুজনের কেউই এতদিন বিষয়টি খোলাসা করেননি।
এবিসি নিউজ ও পিপল ম্যাগাজিনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জাডা অবশেষে তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন বলে জানিয়েছে সিএনএন।
সাক্ষাৎকারে জাডা বলেছেন, ২০১৬ সাল থেকে তিনি তার স্বামীর কাছ থেকে আলাদা থাকছেন। তাদের আইনি বিচ্ছেদও হয়নি এবং ব্যাপারটি ঘটাতে দুজনের কেউই উগগ্রীব নন।
গত বছর অস্কারের ৯৪তম আসরে জাডার মুণ্ডিত মস্তক নিয়ে রসিকতা করেছিলেন সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক। ব্যাপারটি মোটেও পছন্দ হয়নি স্মিথের। সোজা মঞ্চে উঠে গিয়ে রকের গালে চড় মেরে বসেন। সঙ্গে আউরান খিস্তি।
ওই চড়কাণ্ডের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পরও অস্কারে ১০ বছর নিষিদ্ধ হয়েছেন স্মিথ।
জাডা এবং স্মিথের পরিচয় ১৯৯৪ সালে। তারা বিয়ে করেন ১৯৯৭ সালে। তাদের জাডেন ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।
কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের গায়ক অগাস্ট আলসিনার সঙ্গে জাডা ‘প্রেম করছেন’ বলে খবর ছড়িয়েছিল। তখন থেকেই মূলত জাডা-স্মিথের বিচ্ছেদের ‘গুঞ্জন’ ছড়ায়।
এরপর ২০২১ সালে স্মিথ এক সাক্ষাৎকারে বলেছিলেন তাদের বিয়ে কাজ করছে না।
স্মিথ বলেছিলেন, “আমাদের দাম্পত্যে অবসাদ আছে, আমরা ভান করতে পারিনা। দুজনেই দুজনের সম্পর্ক নিয়ে দুর্দশাগ্রস্ত। আমাদের বেড়ে ওঠা ভিন্ন।”
পরিবারকে ‘ভালোবাসার বাগান’ বর্ণনা করেছেন জাডা।
আলাদা থেকেও কিভাবে সেটা মনে করছেন প্রশ্নে জাডা বলেন, “পরিবারের এই নাম স্মিথের দেওয়া। আলাদা হওয়ার পরের বছর ২০১৭ সালে ২০তম বিবাহ বার্ষিকীকে দুজনের একটি পুরনো ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন স্মিথ। সেখানে স্মিথ ক্যাপশন দিয়েছিল, ‘আমাদের ভালোবাসার বাগান’। আলাদা হয়ে গলেও ভালোবাসাকে অগ্রাহ্য করার কিছু নেই। তাই আমিও স্মিথের সঙ্গে একমত।”
জাডার ভাষ্য হল, “আমি সত্যিই মনে করি আমাদের সম্পর্কের একটি আশ্চর্য রসায়ন কাজ করে। আমরা একসঙ্গে হাসতে ভালোবাসি, আমরা একসঙ্গে কোনো কাজ এখনও শিখতে ভালোবাসি এবং আমরা একে অপরকে ভালোবাসি। আমরা এখনও একসঙ্গে ভালো সময় কাটাচ্ছি। হ্যাঁ, আমি মনে করি এটাই রহস্য।”
এক ছাদের নিচে না থাকলেও এখনও স্মিথ ও দুই সন্তানকেই নিজের পরিবার বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে সব শেষে আসে অস্কার মঞ্চে চড়কাণ্ড প্রসঙ্গ।
“প্রথমে ভেবেছিলাম, স্মিথ মজা করে মেরেছে। কিছুক্ষণ পর বুঝতে পারি, সে ক্ষেপে গেছে। স্মিথ এমনই। অসম্মান সহ্য করা তার ধাতে নেই।”
জাডা এও বলেছেন, ভালোমন্দ সময় পেরিয়ে তারা এগুচ্ছেন। আনুষ্ঠানিক বিচ্ছেদ নিয়ে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্ত নেননি।