Published : 02 Jan 2023, 11:13 AM
ভারতে কাবেরী ভট্টাচার্য নামের এক নারী নিখোঁজ হয়েছেন ৪৭ বছর আগে, তারপর থেকে তার খোঁজ চলছে। নতুন করে ওই নারীর খোঁজ পেতে সারা কলকাতাজুড়ে তার ছবির পোস্টারও ছড়িয়ে পড়েছে।
সেই পোস্টারে বয়স, উচ্চতা, গায়ের রঙ ও নিখোঁজের তারিখ দিয়ে কাবেরী ভট্টাচার্যের সন্ধান চাওয়া হয়েছে। কেউ খোঁজ পেলে তাকে যোগাযোগের জন্য জলপাইগুড়ির হাতিমারা, ময়নাপাড়ার লেনের একটি ঠিকানা দেওয়া হয়েছে পোস্টারে।
আনন্দবাজার জানিয়েছে, পোস্টারের এই গল্পটি নির্মাতা কৌশিক সেনের নতুন সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’ এর কাহিনী।যেখানে দেখা যাবে, ১৯৭৫ সালে কাবেরী ভট্টাচার্যের নিখোঁজ মামলা নতুন করে চালু হয়েছে। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। আর ট্রেলার প্রকাশ পেয়েছে গত মাসে।
নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে রহস্যে মোড়া গল্পে আর হেঁয়ালিতে ভরপুর এই সিমেনার প্রচারে কৌশিত সেন অভিনব কায়দা বেছে নিয়েছেন। ৭৮ বছরের এক বৃদ্ধার খোঁজ পেতে তার তরুণ বয়সের ছবি ছাপিয়েই পোস্টার বানিয়েছেন।
কৌশিক সেন বলেন, “সাদা-কালো ছবিতে এই পোস্টার পড়েছে সারা শহর জুড়ে। যদিও মানুষের হাতে এখন সময় কম। কিন্তু অল্প মানুষ হলেও তো দেখবেন, ভাববেন, সেই প্রচেষ্টা। প্রতিটা ছবির ক্ষেত্রেই চেষ্টা করি নতুনভাবে প্রচার পরিকল্পনা করার।”
সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেনসহ টালিগঞ্জের একাধিক তারকাকে দেখা যাবে।
‘কাবেরী অন্তর্ধান’কে নিজের একটি পছন্দের কাজ বলেও বর্ণনা করেছে দৃষ্টিকোণ, জ্যেষ্ঠপুত্রের মত জনপ্রিয় সিনেমার এই নির্মাতা।
কৌশিক সেন বলেন, “ইন্দিরা গান্ধীর শাসনামলে ইমার্জেন্সি সময়ের টালমাটাল পরিবেশকে ধরার চেষ্টা করেছি এই সিনেমায়।এই কাজটি সময়ের দলিল হয়ে থাকবে।”