Published : 11 Aug 2023, 12:19 PM
কাজের বেলায় শাহরুখ পুত্র আরিয়ান খান নাকি খুঁতখুঁতে, দৃশ্যায়ন পছন্দসই না হলে তার রোখ চেপে যায়, এমন খবর এসেছিল তার নিজের পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন পরিচালনার সময়। আরিয়ানের তেমন চেহারা দেখা গেল ফের।
ওটিটি সিরিজে নিজের প্রথম কাজ ‘স্টারডম’এর একটি বিশেষ দৃশ্যে বলিউড নায়ক রণবীর সিং এবং নির্মাতা করণ জোহরকে টানা আট ঘণ্টা কাজ করিয়ে ছেড়েছেন নবাগত নির্মাতা আরিয়ান।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুম্বাইয়ের ইম্পেরিয়াল প্যালেস হোটেলে চলছিল ‘স্টারডম’এর শুটিং। সেখানে ঠিক সময়ে রণবীর ও করণ হাজির হন। কিন্তু কয়েকটি দৃশ্যের দৃশ্যায়ন মনমত হচ্ছিল না আরিয়ানের।
সব নিখুঁতভাবে শেষ করতে সেদিন আট ঘণ্টা সময় লেগে যায়।পুরোটা সময়ে রণবীর ও করণ জোহরের দৃশ্য নিয়েই কাজ করেন আরিয়ান।
এই সিরিজের মধ্য দিয়ে পরিচালক হিসেবে সিনেপাড়ায় অভিষিক্ত হতে চলেছেন আরিয়ান খান। গত ২ জুন থেকে শুটিং চলছে।
সিরিজটি বানানোর আগেই বিভিন্ন ওটিটি মাধ্যম থেকে ১২০ কোটি রুপি পর্যন্ত অফার পেয়েছেন আরিয়ান। তারা ওই অর্থের বিনিময়ে স্বত্ব কিনে নিতে চেয়েছে সিরিজটির।
তবে আরিয়ান এখনই কোনো চুক্তিতে যেতে চাননি। আগে সিরিজের কাজ মন দিয়ে শেষ করতে চান তিনি।
ছেলের প্রথম প্রজেক্টে ক্যামিও চরিত্রে ধরা দিতে চেয়েছিলেন শাহরুখ। কিন্তু বাবার আলোয় আলোকিত হতে চাননি বলে তা নাকচ করে দেন আরিয়ান।
‘স্টারডম’ সাজানো হয়েছে মোট ছয় পর্বে। মূলত চলচ্চিত্র শিল্পের পটভূমিতেই নির্মিত হচ্ছে সিরিজটি, যেখানে বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল-মন্দ দিক উঠে আসবে।
চিত্রনাট্যকার বিলালের সঙ্গে যৌথভাবে সিরিজের গল্প লিখেছেন আরিয়ান।
সিরিজে মুখ্য ভূমিকাটি করছেন অভিনেতা রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর।
গত বছর শাহরুখ জানিয়েছিলেন, অভিনয়ে অনীহা থাকায় পরিচালনায় আসবেন আরিয়ান।
এদিকে কিছুদিন আগে ‘ডি’য়াভল’ব্র্যান্ড নামে পোশাকের ব্যবসা শুরু করেছেন আরিয়ান। ওই ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন শাহরুখ।
গত বছরের শেষ দিকে ওই ব্র্যান্ড নামে ভদকা ব্যবসাও শুরু করেন আরিয়ান।
পুরনো খবর
১২০ কোটির প্রস্তাবেও ‘না’ আরিয়ানের
ভদকার পর কাপড়ের ব্যবসায় শাহরুখপুত্র আরিয়ান