কাজলরেখা সিনেমার প্রথম গান প্রকাশের পর দিন বিশেক বিরতি দিয়ে দ্বিতীয় গান প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়। ‘বন্দনা’ শিরোনামের গানের কথা মৈমনসিংহ গীতিকার। ইমন বিশ্বাসের সুর ও সংগীতায়োজনে গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সালেহ বিশ্বাস। আর গানে ঠোঁট মিলিয়েছেন এই সিনেমার অভিনেতা আজাদ আবুল কালাম। এর আগে এই সিনেমার পাত্রপাত্রীদের লুক, পোস্টার এবং ‘কইন্ন্যা আঁকে গো আলপনা’ শিরোনামের প্রথম গান প্রকাশ হয়। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম সরকারি অনুদানের এই সিনেমা বানিয়েছেন মৈমনসিংহ গীতিকার পাঠকপ্রিয় আখ্যান ‘কাজলরেখা’ অবলম্বনে। ‘কাজলরেখা’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, আরও কাজ করেছেন শরিফুল রাজ, খাইরুল বাশার, রাফিয়াত রশিদ মিথিলা। আগামী মাসে সিনেমাটি মুক্তির আভাস দিয়েছেন নির্মাতা সেলিম।