Published : 02 Jul 2025, 08:14 PM
স্কুল জীবন শেষ হয়েছে মাত্র কয়েক মাস আগে। এখন বার বার শুধু মনে হয় ফেলে আসা দিনগুলোর কথা।
আমার স্কুল জীবনের শুরুটা ছিল একটু আলাদা। মাদরাসা থেকে স্কুলে এসে নবম শ্রেণিতে ভর্তি হই। প্রথম দিন ক্লাসে ঢুকতেই পুরো ক্লাস ফাঁকা দেখলাম। একা একা এক বেঞ্চে বসে রইলাম।
কিছুক্ষণ পর পাশের বেঞ্চে এসে দুজন ছেলে বসে। একজনের নাম সাইফ, বাকি আরেকজন সাব্বির। কথা বলে জানতে পারি, সাব্বির আমার এলাকাতেই থাকে। আর সাইফ থাকে পাশের এলাকায়।
সেদিন থেকেই আমাদের বন্ধুত্বের যাত্রা শুরু হয়। এই সম্পর্ক গভীর হতে সময়ও খুব বেশি লাগেনি। ক্লাসে কত যে দুষ্টুমি করেছি আমরা তা বলে শেষ করা যাবে না।
সাইফ একদিন আমাকে প্রস্তাব দেয় ব্যান্ড দল খোলার জন্য। সে বলছিল, আমরা গান গেয়ে তা ইউটিউবে আপলোড করব। সাব্বির বলত, পড়াশোনা দিয়ে কী হবে, আমি ব্যবসা করব।
আমরা এরকম যৌক্তিক-অযৌক্তিক নানা পরিকল্পনা করতাম। কখনো এসব পরিকল্পনাকে গুরুত্ব দিতাম, কখনো শুধু হেসেই উড়িয়ে দিতাম। এভাবেই কাটছিল আমাদের দিন।
দুষ্টুমি করলেও পড়াশোনার ক্ষেত্রে আমাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা ছিল। ক্লাসে কে ভালো করবে, এ নিয়ে মাঝে মাঝে স্নায়ুযুদ্ধ চলত আমাদের।
স্কুলের দিনগুলোতে প্রায়ই আমরা নদীর পাড়ে যেতাম, নতুন জায়গা ঘুরে বেড়াতাম। বিকেলবেলা আড্ডা দিতাম কিংবা ফুটবল খেলতাম।
আমি এখন ঢাকায় থাকি, মাঝে মাঝে দুজনের সঙ্গেই ভিডিও কলে কথা হয়। আমি তখন স্মৃতিকাতর হয়ে যাই। শুধু ভাবতে থাকি, এখন আর একসঙ্গে মাঠে দৌড়ানো, নদীর পাড়ে হাঁটা কিংবা ক্লাসে চুপি চুপি গল্প করা হয় না। কতকিছু পেছনে ফেলে এসেছি আমরা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।