Published : 29 May 2025, 06:19 PM
পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতিসংঘের শিশু তহবিল- ইউনিসেফ।
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বুধবার গুলশান-বনানী লেক এলাকায় এই আয়োজন করা হয়। যার প্রতিপাদ্য ছিল- ‘টার্ন ওয়েস্ট ইনটু ওয়ার্থ’, অর্থাৎ ‘অপ্রয়োজনী জিনিসকে মূল্যবান করে তোলা’।
এই অভিযানে ‘ইউনাইটেড নেশনস ভলেন্টিয়ার্সের’ সদস্যসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের উপ-প্রতিনিধি এমা ব্রিগহাম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহমুদ রহমান।
অভিযান চলাকালে স্বেচ্ছাসেবকরা লেকের আশপাশ পরিষ্কার করার পাশাপাশি পলিথিন ও প্লাস্টিক কুড়িয়ে সংগ্রহ করে। যা পুনঃব্যবহারের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।