Published : 17 Jun 2025, 07:36 PM
কলেজ শেষে প্রতিদিনের মতই বাসায় ফিরছিলাম। বাসের আসনে বসতেই টের পেলাম, দুটি চোখ আমার দিকেই স্থির হয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছে যা খুবই অস্বস্তিকর মনে হচ্ছিল। তাই জড়সড় হয়ে বসে থাকলাম।
এটাই প্রথম না। এর আগেও আমি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। রাস্তায় বের হলে আমার মত অনেকেই এমন পরিস্থিতির মুখে পড়ে। কখনো কখনো বাজে মন্তব্যও শুনতে হয়।
নারীরা আজ পড়াশোনা, চাকরি, ব্যবসাসহ সব ক্ষেত্রেই সফল। তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবুও যৌন হয়রানির মত ঘটনা থেকে তাদের নিস্তার মিলছে না।
এই ধরনের আচরণ নারীদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কেউ কেউ নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ঘরেই থেকে যান। অথচ নারীরাও এই সমাজের অর্ধেক। তারা নিরাপদ না থাকলে সমাজ বা দেশ এগোতে পারে না।
শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল কিংবা রাস্তা সব জায়গায় নারীদের নিরাপত্তা থাকা উচিত। কিন্তু, এসব স্থানেও তারা হয়রানির শিকার হচ্ছেন।
যৌন হয়রানি বন্ধে শুধু আইন করলেই হবে না। আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এছাড়াও বদলাতে হবে সমাজের দৃষ্টিভঙ্গি। যৌন হয়রানির ঘটনায় নারীদের দোষারোপ না করে অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে শিখতে হবে।
আমাদের নারীদেরও মাঝেও সচেতনতা ছড়িয়ে দেওয়া জরুরি। সাহস করে আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।