Published : 17 Jun 2025, 08:34 PM
বলছি ২০২২ সালের কথা। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। বরিশাল থেকে লঞ্চে করে লক্ষ্মীপুর হয়ে কক্সবাজার। এই যাত্রাটাই আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। কারণ, আগে কখনও এভাবে কক্সবাজার যাওয়া হয়নি।
কক্সবাজার যাওয়ার পর সমুদ্রের ঢেউ দেখে আমার মনটা শান্ত হয়ে গিয়েছিল। ঢেউয়ের গর্জন আর জলরাশির বিশালতা আমাকে বিমোহিত করেছে। সমুদ্র সৈকতে পা রাখতেই মনে পড়ে গেল পাঁচ বছর আগের কথা। বাবার চাকরির সুবাদে তখনও এসেছিলাম কক্সবাজার।
সে বার আমরা সেন্টমার্টিন দ্বীপেও ঘুরতেও যাই। কিন্তু এবার আর সেন্টমার্টিন যাওয়া হয়নি। কক্সবাজার থেকে আমরা চলে যাই বান্দরবানে।
বান্দরবানের নীলগিরি, নীলাচল আর চিম্বুক পাহাড়সহ ঘোরা হয় অনেক স্থানে। পাহাড়ি রাস্তার দুপাশের সবুজ পাহাড় আমাকে মুগ্ধ করেছে। আর মেঘের ভেতর দিয়ে গাড়ি চলে যাওয়ার অনুভূতি জীবনে কখনও ভুলব না।
এক ভ্রমণে পাহাড় আর সমুদ্র সৈকত দেখা হয়েছে। তাই বারবার নিজেকে জিজ্ঞেস করছিলাম আমার কোনটা বেশি পছন্দ—পাহাড় নাকি সমুদ্র?
শেষে মনে হল দুটোই আমার প্রিয়। দুটোই নিজের মত করে মানুষকে শান্তি দেয়, মুগ্ধ করে।
এই ভ্রমণের পর এখন আমি ঢাকায় পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। ইট-পাথরের ব্যস্ত শহরে থাকলেও মাঝে মাঝেই মন ছুটে যায় পাহাড় আর সমুদ্রে। সুযোগ পেলেই প্রকৃতির কোলে ফিরে যেতে ইচ্ছে করে।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।