Published : 21 May 2025, 08:17 PM
ফিলিস্তিনের গাজায় দ্রুত পর্যাপ্ত ত্রাণ না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছে জাতিসংঘ।
মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, এই মুহূর্তে গাজায় আমাদের সাহায্যের 'বন্যা' বইয়ে দেওয়া দরকার।
রোববার গাজায় ‘সীমিত পরিমাণ’ খাদ্যসামগ্রী ও মানবিক সাহায্য পাঠানোর কথা ঘোষণা করেছিল ইসরায়েল। এরপর সোমবার উপত্যকায় মাত্র পাঁচটি ত্রাণবোঝাই ট্রাক ঢুকেছে বলে জানান তিনি।
টম ফ্লেচার বলেন, মানবিক বিপর্যের হাত থেকে বাঁচাতে গাজায় অধিক হারে ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিতে হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় ইসরায়েলে ১২০০ জনের মত মানুষ নিহত হয়। জিম্মি হন ২৫১ জন।
এর প্রতিক্রিয়ায় গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সেই থেকে যুদ্ধ চলছে।
হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত ৫৩ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গাজায় হামলা বন্ধের জন্য ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।