Published : 29 May 2025, 02:39 PM
চুলে ঢেউ বা কোঁকড়া-ভাব আনার জন্য আজকাল অনেকেই হেয়ার স্টাইলিং যন্ত্রর সাহায্য নেন।
তবে ফ্ল্যাট আয়রন কিংবা হেয়ার ড্রায়ার ব্যবহার করে যেখানে প্রায় একই রকম ফলাফল পাওয়া যায়, সেখানে কার্লিং আয়রনের বিষয়টি একটু আলাদা।
কার্লিং আয়রনের আকার বা ব্যাসার্ধ অনুযায়ী চুলে ভিন্ন ভিন্ন ধরনের ঢেউ বা কোঁকড়া-ভাব তৈরি হয়। মৃদু ঢেউ থেকে শুরু করে ক্ষুদ্র ক্ষুদ্র কোঁকড়া-ভাব পর্যন্ত।
তাই কাঙ্ক্ষিত স্টাইল পেতে হলে কার্লিং আয়রনের সঠিক আকার বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বিষয়ে রিয়েল সিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে মত দিয়েছেন মার্কিন কেশ সজ্জাকর ‘দ্য বিচওয়েভার কো.’-এর প্রতিষ্ঠাতা সারাহ পোটেম্পা এবং নিউ ইয়র্ক শহরের ‘বেঞ্জামিন সেলুন’-এর জ্যেষ্ঠ সজ্জাকর এডি এম পারা।
সারাহ পোটেম্পা বলেন, “কার্লিং আয়রনের ব্যাসার্ধ বা আকারের ভিত্তিতে তৈরি হয় ভিন্ন ভিন্ন লুক। চুলের দৈর্ঘ্য ও গঠনের ওপর ভিত্তি করে সঠিক আকার নির্বাচন করলে কাঙ্ক্ষিত স্টাইল পাওয়া সহজ হয়।”
তার মতে, “স্বাভাবিকভাবে ‘কার্লি’ বা ছোট দৈর্ঘ্যের চুলের জন্য ছোট ব্যাসার্ধের আয়রন যেমন ৩/৮ থেকে ৩/৪ ইঞ্চি ভালো ফল দেয়। ছোট আকারের আয়রন স্বাভাবিক কোঁকড়া বা ঢেউয়ের গঠনকে আরও স্পষ্ট করে এবং ছোট চুল সহজে মুড়িয়ে নেওয়া যায়।”
অন্যদিকে, মাঝারি থেকে লম্বা চুলের জন্য বড় ব্যাসার্ধের কার্লিং আয়রন যেমন- এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি পর্যন্ত ভালো কাজ করে।
তবে চুল যদি পাতলা হয় বা সহজে ‘কার্ল’ না ধরে রাখে তবে একটু ছোট ব্যাসার্ধের আয়রন ব্যবহার করাই ভালো। এতে করে শক্ত করে গঠিত কোঁকড়া-ভাব সময়ের সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিকভাবে ঢেউয়ে পরিণত হবে।
এডি এম পারা বলেন, “সব দিক বিবেচনা করে সবচেয়ে বহুমুখী একটি আয়রন হচ্ছে এক ইঞ্চি ব্যাসার্ধের। এটি ছোট এবং বড়- দুই ধরনের দৈর্ঘ্যের চুলে ব্যবহার করা যায়। ছোট চুলের ক্ষেত্রে ছোট ছোট ভাগ করে ব্যবহার করলে সুন্দর ‘কার্ল’ পাওয়া যায়। আর বড় চুলের ক্ষেত্রে ছোট ভাগে করলে শক্ত ‘কার্ল’, আর বড় ভাগে করলে ঢেউ বা ওয়েভ তৈরি করা যায়।”
৩/৮ ইঞ্চি আয়রন
ছোট দৈর্ঘ্যের চুলে খুব শক্ত ও ক্ষুদ্র ক্ষুদ্র ‘কার্ল’ বা ‘স্পাইরাল কার্ল’ তৈরির জন্য উপযুক্ত। চুল রডের চারপাশে মুড়িয়ে ব্যবহার করাই ভালো।
১/২ ইঞ্চি আয়রন
ছোট থেকে মাঝারি দৈর্ঘ্যের চুলে শক্ত ও ঘন কোঁকড়া-ভাবের জন্য ভালো। এটিও রডে চুল মুড়িয়ে ব্যবহার করতে হবে।
৫/৮ ইঞ্চি আয়রন
ছোট থেকে মাঝারি দৈর্ঘ্যের চুলে মসৃণ ও নরম কোঁকড়া-ভাব তৈরির জন্য আদর্শ।
এডি এম পারা বলেন, “এই আয়রনে চাইলে চুল মুড়িয়ে কিংবা ‘ক্ল্যাম্প’ দিয়ে একই ধরনের কার্ল তৈরি করা যায়।”
৩/৪ ইঞ্চি আয়রন
এটি তুলনামূলকভাবে মাঝারি আকারের আয়রন।
সারাহ পোটেম্পা বলেন, “এটি স্বাভাবিক কার্ল বা ঢেউয়ের গঠন আরও স্পষ্ট করে এবং গঠন ও ঘনত্ব বাড়ায়। বিশেষ করে যাদের স্বাভাবিক কোঁকড়া চুল তাদের জন্য এটি দারুণ উপযোগী।”
১ ইঞ্চি আয়রন
সব দৈর্ঘ্যের চুলে ব্যবহারযোগ্য এই আয়রন দিয়ে পুরোপুরি কোঁকড়া ও স্পষ্ট ঢেউ তৈরি করা যায়। চাইলে চুল মুড়িয়ে বা ক্ল্যাম্প দিয়ে ঘুরিয়ে ব্যবহার করা যায়।
১-১/৪ ইঞ্চি আয়রন
মোহনীয় ঢেউ তৈরির জন্য এই আয়রন আদর্শ।
সারাহ পোটেম্পা বলেন, “এটি মাঝারি থেকে লম্বা চুলে সুন্দর, সমান ও ঝলমলে ঢেউ তৈরি করে। যা অনেকটা পরিপাটি এবং ঘন ঘন ঢেউয়ের মতো দেখায়।”
১-১/২ ইঞ্চি আয়রন
বড় ও ঢিলেঢালা ঢেউ তৈরির জন্য ভালো। এটি লম্বা চুলে বেশি কার্যকর এবং ঘনত্ব ও মসৃণতা এনে দেয়।
২ ইঞ্চি আয়রন
খুব লম্বা চুলের জন্য উপযুক্ত।
সারাহ পোটেম্পা বলেন, “এটি ব্যবহার করে ‘ব্লো ড্রাই’ স্টাইলের মতো ঢেউ তৈরি করতে পারবেন, যা হালকা ঘন এবং প্রাণবন্ত দেখায়।”
আরও ঝলমলে ফলাফল পেতে তিনি ‘কার্ল’ করে পিন দিয়ে সেট করে রাখার পরামর্শ দেন।
আরও পড়ুন
হয়ত ‘ব্লো ড্রায়ার’ ব্যবহারের ভুল হচ্ছে
চুলে উষ্ণ যন্ত্র ব্যবহারের সাধারণ ভুল