Published : 31 May 2024, 11:11 PM
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শামীমা সুলতানা; সেক্রেটারি হয়েছেন এ কে এম শরীফুল ইসলাম।
শুক্রবার ঢাকার কারওয়ান বাজারে একটি রেস্তোরাঁয় ২০২৪-২৬ মেয়াদে সংগঠনটির বিভিন্ন পদে ভোটাভুটিতে তারা নির্বাচিত হন। আগামী দুই বছর তারা দায়িত্ব সামলাবেন।
শামীমা চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার এবং শরীফুল সাদাকালো ডট নিউজে কাজ করছেন।
নির্বাহী কমিটির ১১ পদে নির্বাচিত অন্যরা হলেন- ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা), জয়েন্ট সেক্রেটারি জাহেদ সেলিম (মাছরাঙা টিভি), অর্গানাইজিং সেক্রেটারি শাহ আলী জয় (নিউজ২৪ টিভি), ট্রেজারার মাহমুদুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), অফিস সেক্রেটারি আশরাফুল ইসলাম রানা (দ্যা বিজনেস পোস্ট), কমিউনিকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি ফারুক ভূঁইয়া রবিন (সময় টিভি)।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- আরিফুল সাজ্জাত (নিউজ২৪ টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) ও মো. মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি)।
বিদায়ী কমিটিতে নিউজ২৪ এর প্ল্যানিং এডিটর আরিফুল সাজ্জাত সভাপতি ও এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বী সেক্রেটারি ছিলেন।
নতুন কমিটির প্রেসিডেন্ট শামীমা সুলতানা বলেন, “উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশি বিদেশি বিজ্ঞান প্রযুক্তি ও পরমাণু খাতের বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করবে এই সংগঠন। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে নিশ্চিতে কাজ করবে এআরবি।”
নির্বাচন কমিশনারের দায়িত্বপালনকারী নিউজ২৪ এর সিনিয়র রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ ফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া ও বাংলা নিউজের বিশেষ প্রতিনিধি শামীম খান।