Published : 01 Oct 2024, 05:44 PM
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সদস্য সীমান্ত খোকনের ঝুলন্ত লাশ তার বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে শান্তিনগরের চামেলীবাগ এলাকার ২৩ নম্বর বাড়ির অষ্টম তলার বাসা থেকে ফ্যানের সঙ্গে ফাঁস দেওয়া খোকনের লাশ উদ্ধার করা হয়।
ওই বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন এই সাংবাদিক।
পুলিশের ধারণা, অসুস্থতা এবং নানা বিষয় নিয়ে মানসিকভাবে অস্বস্তিতে ছিলেন খোকন। এজন্যই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পল্টন থানার ওসি নাসিরুল আমীন বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সীমান্ত খোকন দুপুরের দিকে দরজা বন্ধ করে নিজের কক্ষে ছিলেন। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুর দেড়টার দিকে চাবি দিয়ে দরজা খুলে তাকে সিলিং ফ্যানের ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করা হয় জানিয়ে পল্টন থানার এসআই ইউসুফ বলেন, “মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
সীমান্ত খোকনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে।