মাথার উপরে ট্রাফিক পুলিশ লিখেছে রেখেছে– ‘রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন’। কিন্তু সেসব দেখার বা মেনে চলার সময় কই! কয়েক গজ দূরের ফুটব্রিজ ব্যবহারের কষ্ট না করে ঝুঁকি নিয়েই সড়ক বিভাজকের ওপর দিয়ে কিংবা মাঝের সরু ফাঁক গলিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা।