চাঁপাইনবাবগঞ্জের কানসাট আম বাজারে খিরসাপাতসহ ছাড়াও আরও তিন জাতের আম এবার বাজারে এসেছে একইসঙ্গে। এ কারণে এবার প্রত্যাশিত দাম না পাওয়ার কথা বলছেন চাষীরা। এছাড়া ঈদের আগে-পরে টানা ১০ দিন ছুটি থাকার প্রভাবও রয়েছে।