মশার দাপট এখন আর ঋতুভিত্তিক কোনো বিষয় নয়, এ সংকট চলছে বছরজুড়েই। তাছাড়া ডেঙ্গু এতদিন রাজধানীকেন্দ্রিক রোগ হিসেবে বিবেচিত হলেও এখন তা ঢাকায় সীমাবদ্ধ নেই। দেশের ৫৮টি জেলায় ছড়িয়ে পড়েছে এইডিস মশা। ঢাকার হাসপাতালে ভর্তি বেশির ভাগ রোগীই বাইরে থেকে আসা।