ষড়ঋতুর আবর্তে বাংলার প্রকৃতিতে এসেছে বর্ষা। মেঘলা এই দিনে ধরিত্রীকে সবুজ করার আহ্বান রেখে গান-নাচ-আবৃত্তিতে বর্ষা বন্দনায় আষাঢ়ের প্রথম দিন বরণ করা হল নগরে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উৎসব আয়োজন করে জাতীয় বর্ষা উৎসব উদযাপন পরিষদ।