স্বজন ও বন্ধুদের নিয়ে একটু খোলা জায়গায় ঘোরাঘুরির জন্য রাজধানীর হাতিরঝিলকে বেছে নেন অনেকেই। নগরীর নানা প্রান্ত থেকে বিশেষ দিন বা উৎসবে সেখানে চলে আসেন দলবেঁধে। বুধবার ঈদের তৃতীয় দিনেও ভিড় ছিল মানুষের; ঝিল পাড়ে ও ওয়াটার ট্যাক্সিতে ঘোরাঘুরি, আড্ডা আর খাওয়া দাওয়ায় সময় কাটিয়েছেন তারা।