ঢাকার জুরাইনের কমিশনার সড়কের বিসমিল্লাহ হোটেল স্থানীয়দের কাছে পরিচিত ‘ভাবির হোটেল’ নামে। নানাপদের খাবার থাকলেও দোকানটি বেশি পরিচিতি পেয়েছে ‘মধুবন রুটির’ কারণে। দিনে পাঁচ থেকে ছয়শ রুটি বিক্রি হয় সেখানে। স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়তা পাওয়া এ রুটি মেলে দশ টাকায়।