বান্দরবান শহরের রাজার মাঠে ‘নিজ চোখে, নিজ ভূমিতে’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে এ জেলার আটজন আদিবাসী আলোকচিত্রীর তোলা ছবি স্থান পেয়েছে। তারা হলেন- মংঙোয়ে প্রু, বুদ্ধজ্যোতি চাকমা, চ থুই প্রু মারমা, নু শৈ প্রু, চিন্ময় মুরং, চিংশোয়েপ্রু (বাচিং), মং শৈ ম্রাই ও মংবোওয়াচিং মারমা। ছবি: উসিথোয়াই মারমা