ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে ফুটপাতের দোকানগুলোতে হাতের তৈরি বিভিন্ন জিনিস মেলে সারা বছরই। তবে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে এসব জিনিসপত্রের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়েছে। পহেলা বৈশাখ উদযাপনে হাতে তৈরি রঙ-বেরঙের কুলা, হাতপাখা, ঘুরি, একতারা, হাঁড়ি-পাতিল, বাশের তৈরি ডালা, খালুই ও পলোসহ বাহারি পণ্য মিলছে সেখানে। এসব জিনিসপত্রের কোনোটিতে করে লেখা হচ্ছে ‘শুভ নববর্ষ ১৪৩২’। দারুণ সব সংগ্রহ ক্রেতারাও আগ্রহ নিয়ে দেখছেন। পছন্দ হলেই সেগুলো কিনে বাসায় ফিরছেন।