আষাঢ়ের তৃতীয় দিন ছিল মঙ্গলবার। এদিন সকাল থেকেই কখনো ঝিরিঝিরি, আবার কখনো ঝুম বৃষ্টি হয় ঢাকায়। এতে করে টানা কয়েক দিনের যে ভ্যাপসা গরম, তা থেকে স্বস্তি মিলেছে জনজীবনে। তবে বাইরে বের হওয়া মানুষ ভোগান্তিতেও পড়েন।