বৃষ্টি হলে কাদায় সয়লাব হয় রাজধানীর বাবুবাজার-গাবতলী বেড়িবাঁধ সড়ক। একদিন রোদ থাকলেই সেই কাদাই পরিণত হয় ধুলায়। তখন ১১ কিলোমিটারের এই সড়কে চলাচলে করতে হয় ধুলার সাথে যুদ্ধ।