চৈত্রের প্রথম দুদিন তাপপ্রবাহের পর সোমবার দুপুরে মেঘ ছেয়ে নেয় রাজধানী ঢাকার আকাশ। বিকালে দমকা ঠান্ডা হাওয়ার সঙ্গে অল্প ছিটেফোঁটা বৃষ্টিও ঝড়ে। ফলে শুষ্ক মওসুমে ধুলোয় ঢাকা পথঘাট ও গাছপালা খানিকটা ধুয়ে যায়।