খাবারের জন্য প্রায়ই রাস্তার এপা-ওপার করতে হয় তাদেরকে। এজন্য তারা ব্যবহার করে ফুটব্রিজ। মানুষের মধ্যে সচেতনতা দেখা না গেলেও, বানরকুলের সদস্যরা এভাবেই রাস্তা পারাপারে অভ্যস্ত। ঢাকার বিএফ শাহীন কলেজের সামনের ফুটব্রিজে প্রতিদিনিই দেখা মেলে তাদের।