সংবাদপত্রের হকারের ডাকাডাকিতে প্রতিদিন ভোরে ঘুম ভাঙার অভ্যাস একসময় অনেকেরই ছিল। হকারদের ব্যস্ততাও ছিল তখন বেশ। সময়ের সাথে সাথে তাদের সেই ব্যস্ততা এখন অনেকটাই কমে গেছে। এখন মোবাইল ফোনেই খবর পড়ার কাজটুকু সেরে ফেলছেন অনেকে। তাছাড়া কোভিড মহামারীর সময় বাসাবাড়িতে সংবাদপত্র রাখা অনেকে বন্ধ করে দেওয়ার পর অনেক হকার বাধ্য হয়েছেন পেশা বদলাতে। সবমিলিয়ে আসলেই কি দুর্দিনে হকাররা?