ঢাকার খিলগাঁও ও রামপুরা বউবাজারের মধ্যবর্তী স্থানে এই বিশাল জলাশয় চৌধুরীপাড়া ঝিল নামে পরিচিত। ২০১৫ সালে ঝিলের ওপর মাচা বানিয়ে তৈরি করা একটি টিনশেড দোতলা বাড়ি দেবে গিয়ে ১২ জন প্রাণ হারিয়েছিল। ঝিলের সেই স্থানেই গড়ে উঠেছে পাকা বাড়ি, প্রতিনিয়তই অবৈধ দখলে ছোট হয়ে যাচ্ছে ঝিলের পরিসর।