মোটরসাইকেলে হেলমেট ছাড়াই হরহামেশা শিশুদের নিয়ে চলছেন বাইকাররা। ঢাকা কিংবা বাইরে সড়ক ও মহাসড়কে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের বাইকে দেখা যায় ঝুঁকিপূর্ণভাবে বসে থাকতে। কখনও তেলের ট্যাংকের উপর, কখনও কারও কোলে কোনো ধরনের সুরক্ষা না নিয়েই শিশুদের বহন করা হচ্ছে।