Published : 05 May 2024, 06:49 PM
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
ফিলিস্তিনের প্রতি বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সোমবার বেলা ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে হবে এই জমায়েত।
একই দিন ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন ও পদযাত্রাও হবে।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচি পালন করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে সংগঠনটি।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।
তিনি বলেন, “গোটা পৃথিবীতেই ছাত্র আন্দোলন চলমান রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং ফিলিস্তিনে যে মানবতাবিরোধী নৃশংস অপরাধযজ্ঞ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে। ফিলিস্তিনে শিশু ও নারীসহ যখন কেউই এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পাচ্ছে না, ঠিক তখনই বাংলাদেশ ছাত্রলীগ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সংহতি জানাচ্ছে।
“এজন্য আমরা আগামীকাল থেকে জোরদার ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি। বিশেষ করে, আগামীকাল সকাল ১১টায় দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং সংহতি সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
এটি বাংলাদেশের ৫ কোটি শিক্ষার্থীর আন্দোলন জানিয়ে সাদ্দাম বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ একটি প্ল্যাটফর্ম হিসেবে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে।
“আমাদের এই পতাকা উত্তোলন কর্মসূচি পৃথিবীর সব মুক্তিকামী মানুষের কর্মসূচি। আমাদের এই সংহতি সমাবেশ পৃথিবীর সব যুদ্ধবিরোধী ও মানবতাবিরোধী অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্দোলনরতদের জন্যই।”
গত অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হামাসের হামলায় নিরস্ত্র মানুষদের হত্যা ও বেসামরিক বহু মানুষকে জিম্মি করে আনার প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান চলছে। এই অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মধ্যে পশ্চিমা দেশগুলোতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বিক্ষোভে নেমেছে।
স্বাধীন ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে শুরু হওয়া এই আন্দোলন পরে পশ্চিমা দেশে দেশেই ছড়িয়েছে। বিশ্বের সব জায়গার এই আন্দোলনের প্রতি সমর্থনও জানান ছাত্রলীগ সভাপতি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর সৈকত, সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, দক্ষিণ শাখার সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।