Published : 26 May 2025, 01:48 AM
রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, মধ্যবাড্ডার গুদারাঘাট চার নম্বর গলিতে আরও কয়েকজনের সঙ্গে বসে থাকার সময় কামরুল আহসান সাধনকে গুলি করে চলে যায় কয়েকজন।
পরে স্থানীয়রা সাধনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
ওই ঘটনার সিসিটিভি ভিডিওতে দেখা যায়, দুজন হেঁটে এসে সাধনকে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ বলছে, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাধন ডিস সংযোগের ব্যবসা করতেন। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।