Published : 06 Dec 2023, 04:12 PM
একতরফা নির্বাচনের নামে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ।
বুধবার দুপুরে পল্টনের মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক “আপনারা (সরকার) যেভাবে দেশকে নিয়ে যাচ্ছেন, দেশটাকে যেভাবে মগের মল্লুক বানিয়ে দিয়েছেন, আপনারা কার্যত একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার পাঁয়তারা ইতিমধ্যে শুরু করেছেন। এই খেলাটা বন্ধ করেন।”
আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “কিভাবে নির্বাচনটা হচ্ছে? এটা কি কোনো নির্বাচন? দেশের মানুষ কি এটাকে নির্বাচন মনে করেন? করে না। নির্বাচন নিয়ে সারাদেশে কোনো খবর নাই।
“মনোযোগটা কোন দিকে? আওয়ামী লীগ কোন নেতার জন্য কোন সিট বরাদ্দ করছে, কোন দলের জন্য কোন সিট বরাদ্দ করছে…রাজউকের প্লট বরাদ্দের মত আগামী ৫ বছরে সংসদীয় আসন কার নামে, কোন দলকে বরাদ্দ দেবে… এর তারা নাম দিয়েছেন নির্বাচন।”
সাইফুল হক বলেন, “একটা জবরদস্তিমূলক নির্বাচন করতে যেয়ে আপনারা গ্রামকে ভাগ করে ফেলেছেন, ঘরে ঘরে আপনারা হামলা করছেন, বাড়িতে বাড়িতে হামলা করছেন, সমস্ত জনপদে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে কোটি কোটি মানুষকে নির্ঘুম রাত যাপনে আপনারা বাধ্য করছেন। এর নাম নাকি গণতন্ত্র।”
৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির সমর্থনে এর আগে সকাল সাড়ে ১১টায় গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা তোপখানা রোড, বিজয় নগর মোড়ে মিছিল করেন।
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরের সমালোচনা করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “যতগুলো মামলা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা হয়েছে, সবগুলো মামলা ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধেও করা হয়েছে। গাড়ি পোড়ানোর মামলায় যারা অভিযুক্ত হন, আওয়ামী লীগ তাদেরকে কি বলে? আগুন সন্ত্রাসী।
“কিন্তু আওয়ামী লীগে যোগ দিলে আগুন সন্ত্রাসী ভালো হয়ে যায়, আওয়ামী লীগে যোগ দিয়ে আগুন সন্ত্রাসী ফেরেশতা হয়ে যায়। এই ব্যারিস্টার শাহজাহান ওমর আগুন সন্ত্রাসী ছিলেন, তিনি আওয়ামী লীগে যোগ দেয়ার সাথে সাথে ফেরেশতা হয়ে গেছেন। এখন উনি আর জঙ্গি সন্ত্রাসী নন। তারপরে তার জামিন কিভাবে হয় তাও আপনারা দেখলেন… আর আওয়ামী লীগের টিকেট কিভাবে পাওয়া যায়।”
গণতন্ত্র মঞ্চ জনগণকে নিয়ে সরকার পতনের আন্দোলনে থাকবে বলে জানান তিনি।
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের সভাপতিত্বে ও প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম নবাবের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এসএম শামসুল আলম নিক্সন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া তোপখানা রোড, বিজয় নগর ও নয়া পল্টনে মিছিল করে গণফোরাম, পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা দল, গণঅধিকার পরিষদ, এলডিপি, লেবার পার্টি প্রভৃতি জোট ও দল।