Published : 17 Jun 2025, 05:34 PM
এক নারীর সঙ্গে ব্যক্তিগত ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।
নৈতিক স্খলনের অভিযোগ এনে তুষারকে পাঁচদিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিসে। বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তাকে দলীয় কর্মকাণ্ড থেকে দূরে থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ নোটিসের বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি নেতা তুষার জাতীয় ঐক্যমত কমিশনে দলটির প্রতিনিধিত্ব করছিলেন। এদিন কমিশনের বৈঠকে তাকে অনুপস্থিত দেখা গেছে।
প্রবাসে অবস্থানরত সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেইসবুক পেইজে তুষারের ফোনে কথোপকথনের অডিও প্রচার করা হয়। সেখানে এক নারীকে নিজের ভালোলাগার কথা বলতে শোনা যায় তাকে। তা বুঝতে পেরে কিছুটা অবাক হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী।
তবে এ নিয়ে দাপ্তরিক কিংবা সাংগঠনিক পর্যায়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এনসিপি নেতা সিফাত বলেছেন।
তিনি বলেন, দল স্বতোঃপ্রণোদিত হয়ে তুষারকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে।
এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফোনালাপের অন্য প্রান্তে যেই নারী ছিলেন, সন্দেহ করা হচ্ছে তিনি দুই একবার বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এসেছিলেন। তবে দলের কোনো পদে নেই তিনি।
তুষারকে দেওয়া নোটিসে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে একটি নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। উক্ত বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন।
“এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ৫ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
“পাশাপাশি, বিষয়টি নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনা মোতাবেক এতদ্বারা নির্দেশনা প্রদান করা হল।”
এ বিষয়ে জানতে চাইলে তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ব্যক্তিগত ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার ধারণা রাজনৈতিক উদ্দেশ্য থেকে এমনটি করা হয়েছে। এখানে কোনো নারীর পক্ষ থেকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।”
“যেহেতু বিষয়টি নিয়ে ভার্চুয়াল জগতে এক ধরনের আলোচনা হচ্ছে সেক্ষেত্রে দলের পক্ষ থেকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে। আমি এর জাবাব দেব,” বলেন তিনি।