Published : 07 May 2025, 11:39 PM
প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সংযম প্রদর্শনের জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার সন্ধ্যায় নিজের ফেইসবুক আইডিতে দেওয়া পোস্টে তারেক রহমান শান্তিপূণভাবে সংঘাত নিরসনে দুই দেশকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন, “যেহেতু আশেপাশে উত্তেজনা বাড়ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
“অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।”
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর পাকিস্তানের সঙ্গে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। হামলার ঘটনায় পাকিস্তানের দায় দেখছে ভারত। যদিও পাকিস্তান সব অভিযোগ অস্বীকার করছে।
ঘটনাটি নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানে মঙ্গলবার রাতে হামলা চালিয়েছে ভারত, যার পাল্টায় সামরিক জবাব দিয়েছে পাকিস্তানও।
এ সংঘাতে পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারতে ১০ জন মারা গেছে। যদিও ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্তত ৭০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করার দাবি করেছে ভারত।