Published : 26 Dec 2023, 08:25 AM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে ঢাকার অন্তত দুটি আসনের পোস্টারে এসেছে নতুন সংযোজন। নৌকার দুই প্রার্থী তাদের পোস্টারে যুক্ত করেছেন কুইক রেসপন্স কোড বা ‘কিউআর কোড’।
এই দুই প্রার্থী হলেন– ঢাকা-১৩ আসনের প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা-৮ আসনের প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে দলের মনোনয়ন না পেলেও এর আগে টানা দুইবার এ আসনের সংসদ সদস্য ছিলেন নানক। এবার তার বিপরীতে তেমন শক্ত প্রতিপক্ষ নেই।
মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি। এবারই প্রথম তিনি ঢাকা থেকে মনোনয়ন পেয়েছেন। বিএনপিবিহীন নির্বাচনে তার সামনেও শক্ত প্রতিদ্বন্দ্বী নেই।
এ অবস্থায় ভোটারদের কেন্দ্রে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অনেকে। ভোটারদের নির্বাচনমুখী করতে সনাতনি প্রচারের পাশাপাশি নানা কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা।
নানক ও নাছিমের ছবি সম্বলিত পোস্টারে যে ‘কিউআর কোড’ দেওয়া হয়েছে, মোবাইল ফোনের স্ক্যানারের মাধ্যমে তা স্ক্যান করলেই ভোটাররা নিজ নিজ ভোট কেন্দ্রের তথ্য পেয়ে যাবেন।
এমন পোস্টার কতটুকু সুবিধা দেবে প্রশ্ন করলে নানক বলেন, “আমরা সব সময় প্রত্যেক ভোটারের বাড়তি সুবিধার কথা চিন্তা করি। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। একজন ভোটার কোন কেন্দ্রে ভোট দেবেন, পাশাপাশি প্রার্থী সম্পর্কে জানবেন। এসব তথ্য এই কিউআর কোড ব্যবহারের মাধ্যমে জানতে পারবেন।”
আর নাছিম বলেন, “কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ভোট কেন্দ্রের তথ্যের পাশাপাশি প্রার্থীদের সম্পর্কেও জানতে পারবেন ভোটার। তাই এটা আমরা পোস্টার ব্যবহার করেছি।”