Published : 21 Feb 2023, 10:35 PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রা করে রাজনীতিতে অবস্থান জানান দিল আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়া পল্টন দলীয় কার্যালয় থেকে নাইটেঙ্গেল রেস্তোরাঁ মোড়, বিজয় নগর, পুরানা পল্টন মোড় হয়ে এই পদযাত্রা দৈনিক বাংলা মোড়ে ঘুরে আবার নয়া পল্টনে এসে শেষ হয়।
পদযাত্রায় অবশ্য দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ছিলেন না। তার দলের মহাসচিব আব্দুল মতিন সাউদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।
২০১৯ সালে দলটি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম তারা কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পদযাত্রা কর্মসূচি করল।
একাদশ সংসদ নির্বাচনের আগে কামাল হোসেনের গণফোরামসহ আরও তিনটি দলকে নিয়ে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করলে থেকে পুরনো জোটে টানাপড়েন তৈরি হয়। এর পরও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচন তারা একসঙ্গেই করেছিল, ভোটের ফল প্রত্যাখ্যানেও এক ছিলেন তারা। জোট থেকে নির্বাচিতরা শপথ নেবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।
কিন্তু বিএনপি ও গণফোরাম থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর ২০১৯ সালের ৬ মে জোট থেকে বেরিয়ে যায় বিজেপি।
ভোলার সংসদ সদস্য নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টি থেকে বেরিয়ে বিজেপি গঠনের পর ২০০১ সালের নির্বাচনের আগে খালেদা জিয়া নেতৃত্বাধীন চারদলীয় জোটে যোগ দেন। ২০০৮ সালে মঞ্জুরের মৃত্যুর পর তার বড় ছেলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ দলের হাল ধরেন। সে বছরের নির্বাচনে পার্থ ভোলা-১ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
পার্থের বাবা মঞ্জুর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ভগ্নিপতি। পার্থের শ্বশুর সংসদ সদস্য শেখ হেলাল।