Published : 30 Nov 2024, 12:53 AM
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পনা করে হত্যার অভিযোগ এনেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তার দাবি, ‘সাম্প্রদায়িক সহিংসতা তৈরির মাধ্যমে’ গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার চক্রান্ত হয়েছিল। চট্টগ্রামবাসী একে ‘নস্যাৎ করেছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার বিকালে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় দলের চট্টগ্রাম শাখা আয়োজিত ‘গণসংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাকি।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে ‘ফ্যাসিস্ট’ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনতার যে ঐক্যবদ্ধতা গড়ে উঠেছে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সময় এসেছে সেই আকাঙ্ক্ষাকে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করা।”
নানান দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে গণসংহতির নেতা বলেন, “ইসকনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একজন আইনজীবীকে হত্যার মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার চক্রান্ত চট্টগ্রামবাসী নস্যাৎ করেছে।”
দলের জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন ফেনী জেলার সমন্বয়ক আইনজীবী কায়কোবাদ, চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়কারী মো. হারুন।