Published : 22 May 2025, 10:36 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ার মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পরে এ সাক্ষাৎকালে তারা আধা ঘণ্টার কিছু বেশি সময় ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে’ আলাপ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।
এদিন সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করতে যান নাহিদ।
তাদের সাক্ষাতের পর এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক বলেন, প্রধান উপদেষ্টাকে নিয়ে নানা গুঞ্জনের পর সেগুলো নিয়ে কথা বলতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তাদের দলের আহ্ববায়ক নাহিদ ইসলাম।
যমুনা থেকে নাহিদ চলে যাওয়ার কিছুক্ষণ পর মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস অফিসের একজন সদস্য বলেন, তাদের এমন সাক্ষাৎ প্রায়ই হয়ে থাকে।
“কাজের প্রয়োজনে এটা ওনারা বিভিন্ন সময় করে থাকেন।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্র আন্দোলনের নেতাদের দল এনসিপির মধ্যে কথার লড়াই চলছে সপ্তাহখানেক ধরে।
বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চাওয়া হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানের নাম।
এনসিপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারে থাকা ‘বিএনপিপন্থি’ উপদেষ্টা আসিফ নজরুল, সালেহউদ্দিন আহমেদ ও ওয়াহিদ উদ্দিন মাহমুদের পদত্যাগ চাওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে নানা গুঞ্জন তৈরি হওয়ার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ।