Published : 06 Feb 2023, 09:01 PM
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় এক রাতে তিনটি ইউনিয়নের কয়েকটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সংঘটিত সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে প্রতিক্রিয়াশীল উগ্র সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের মৌলিক আদর্শ ও মূল্যবোধের ওপর আঘাত হেনেছে।
“সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান অসাম্প্রদায়িক প্রগতিশীল উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে ব্যাহত করতেই একটি চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।”
শনিবার রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত সময়ে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা, চাড়োল ও পাড়িয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে ওই হামলা হয়। এর মধ্যে ধনতলা ইউনিয়নে নয়টি, চাড়োল ইউনিয়নে একটি এবং পাড়িয়া ইউনিয়নে চারটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়।
প্রতিমাগুলোর হাত-পা, মাথা ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে ফেলেছে হামলাকারীরা। আবার কিছু প্রতিমা ভেঙে পুকুরের পানিতে ফেলে রেখেছে তারা।
যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান পাশাপাশি বসবাস করে আসা এসব ইউনিয়নে এভাবে প্রতিমা ভাঙচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে।
সম্প্রীতির জনপদে প্রতিমার গায়ে ক্ষত
কারা, কেন এ ধরনের ঘটনা ঘটাতে পারে, সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কেউ কিছু না বললেও সবাই একমত যে ‘পরিকল্পনা করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এ ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ কোনো চক্র। এর সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন স্থানীয়রা।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বালিয়াডাঙ্গীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ওই আঘাত “বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও মহান মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত” মন্তব্য করে তিনি বলেছেন, “এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর করা হবে।”
বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সাম্প্রদায়িকতা ও উগ্রবাদের কোনও স্থান নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বর্তমান সরকার সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে উৎপাটন করতে বদ্ধপরিকর।”