Published : 20 Jun 2023, 01:16 AM
ভোটের আগে বাংলাদেশের জন্য যে ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, তাতে ‘কন্টেস্ট’ করা জরুরি নয় বলে মনে করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র কি ভিসানীতি চালু করল বা কী বলল- তা সরকারের পক্ষ থেকে কন্টেস্ট করা জরুরি নয়। উপেক্ষা করুন।”
সোমবার সংসদে ২০২৩–২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, “আমেরিকা আসলে দিল্লী মানে ভারতকে ডমিনেট করতে বাংলাদেশকে খেলার মাঠে নামাতে চাচ্ছে। দিল্লিকে আমেরিকা আর দোনোমোনো খেলতে দেবে না। ক্লোজ অ্যালাই হিসেবে পাশে চায়।
“ক্লোজ অ্যালাই হিসেবে পুরোপুরি না পেলে তারা (আমেরিকা) ভারতের পার্শ্ববর্তী বন্ধু দেশ বাংলাদেশ মানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে চেষ্টা করে আমেরিকা তাদের পছন্দের পুতুলকে ক্ষমতায় বসাতে চেষ্টা করবে।”
যুক্তরাষ্ট্র তাদের পুরোনো কৌশল প্রয়োগ করছে উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, “সোজা আঙুলে ঘি না উঠলে, আঙুল বাঁকা করতে চেষ্টা করবে। দিল্লি তথা ভারতকে ডমিনেট করতে ভারতের বন্ধু দেশ বাংলাদেশকে প্রেশারাইজ করে ভারতকে কাবু করতে চেষ্টা করবে।”
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ১৪ দলের শরিক জাসদের সভাপতি ইনু বলেন, “২০ হাজার কিলোমিটার দূরের কেউ এসে আমাদের দেশকে খেলার মাঠ বানাবে, আমরা সেটা হতে দেব না। আমরা দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়।… স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশে সঠিক সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এটাই মোদ্দা কথা।”
যুক্তরাষ্ট্র যে দেশেই গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নাক গলাতে শুরু করেছে, সেই দেশেই ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “হঠাৎই বাংলাদেশকে নিয়ে আমেরিকা অতি উৎসাহী হয়ে উঠেছে। হঠাৎ আমেরিকার এত উৎসাহ কেন? তারা গণতন্ত্র টার্ম ইউজ করছে। পৃথিবীতে এমন একটি দেশের নাম কেউ বলতে পারবে না যেখানে আমেরিকা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।
দুরভিসন্ধিতে যুক্তরাষ্ট্র, উদ্দেশ্য সেন্ট মার্টিন-কোয়াড: মেনন
“বরং আমেরিকা যখন কোনো দেশের গণতন্ত্রের ব্যাপারে উৎসাহী হয়ে ওঠে, তখন সেই দেশের সরকার বা বিরোধী দলের চেয়ে জনগণের জন্য বেশি দুর্ভোগ বয়ে আনে। আমাদের এখন ভাবার সময় এসেছে- আমেরিকার হঠাৎ এ উৎসাহের হেতু কী? গণতন্ত্র নাকি সেন্টমার্টিন!”
ইনু বলেন, “২০২৩ এর ডিসেম্বরে নির্বাচন। কতিপয় বিদেশি মহল নির্বাচনকে কেন্দ্র করে ঘোঁট পাকাচ্ছে। আর বিএনপি-জামাত ও তাদের সঙ্গীদের ভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচনের আগেই ক্ষমতার প্রশ্ন ফয়সালা করতে চায়।
“বিএনপি-জামাত একই হাতের এপিঠ-ওপিঠ। মীমাংসিত বিষয় মানতে হবে।…বিএনপি’র প্রতি আমার আহবান, নির্বাচনের ট্রেনে উঠুন, আর না কলার ভেলায় চড়ে সাগরে ভেসে যান। নির্বাচনের ট্রেন চলছে, থামানোর চেষ্টা করবেন- ট্রেনের নিচে কাটা পড়বেন।”
দেশকে সাংবিধানিক ধারায় চলতে সাহায্য করার আহ্বান জানান জাসদ সভাপতি।
সরকার কোনও চাপ অনুভব করছে না: নৌ প্রতিমন্ত্রী
সরকার কোনও বিদেশি চাপ অনুভব করছে না উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “বলা হচ্ছে বাংলাদেশের উপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে জাপান, আমেরিকা, যুক্তরাজ্য, কাতার- সম্প্রতি সুইজারল্যান্ড সফর করে এসেছেন। সরকার তো কোনও চাপ অনুভব করছে না। চাপে আছে তারা, যাদেরকে এই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছেন।”
খালিদ বলেন, “২০০৮ সালের নির্বাচনে ২৯টি আসন পেয়ে বিরোধী দলে বসেছিল বিএনপি। তারা আজকে বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করছে। তারা তো চোর, খুনি, লুটেরা।”
নৌপ্রতিমন্ত্রী বলেন, “হাসানুল হক ইনু আজকে সংসদে বললেন- আমেরিকা নাকি এ দেশে পুতুল সরকার করতে চায়। খালেদা জিয়ার পুতুল সরকার দণ্ডিত হয়ে আজকে কারাগারে। যতদিন পর্যন্ত শেখ হাসিনা আছেন, বাংলাদেশে আর কখনোই পুতুল সরকার আসবে না।”