Published : 10 May 2025, 08:01 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।
প্রথমে রাত ৯টায় ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা ভার্চুয়ালি করা হবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়।
রাত সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হবে।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে ঢাকার শাহবাগে অবরোধ ও গণজমায়েত কর্মসূচির চলার মধ্যে উপদেষ্টা পরিষদ শনিবার রাত ৮টায় জরুরি বৈঠক ডেকেছে।
আগের দিন শুক্রবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানিয়েছে সরকার।
এ প্রেক্ষাপটে তারেক রহমান বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি।
তবে কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা জানা যায়নি।
তবে স্থায়ী কমিটির একাধিক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ‘জরুরি’ কোনো বিষয়ে আলাপ করতেই বৈঠকে ডাকা হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে জনসভায় যোগ দিতে দুপুরে চট্টগ্রাম গেছেন। সন্ধ্যার ফ্লাইটে তার ঢাকা ফেরার কথা রয়েছে।