Published : 13 Jul 2024, 06:53 PM
দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে ঢাকায় সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ চত্বরে সকাল সাড়ে ১১টায় দলটির সমাবেশ শুর হয়। পরে গুলিস্তান, পল্টন ও তোপখানা এলাকায় নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল করেন বলে দলটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করার দাবি জানিয়ে সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, “মুখ না দেখে, দল না দেখে দুর্নীতিবাজ, লুটেরাদের ওপর আইন প্রয়োগ করতে হবে।
“নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের কারসাজি নিয়ে কথা হলেও কোনো কাজ হচ্ছে না। মানুষ আর কোনো অজুহাত শুনতে চায় না।”
জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মোহম্মদ মোহসীন, মীর্জা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন সমাবেশে উপস্থিত ছিলেন।