Published : 16 May 2025, 09:34 PM
অন্তর্বর্তী সরকার জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন কলামনিস্ট ও চিন্তক ফরহাদ মজহার।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমি অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই, আপনারা গণঅভ্যুত্থানের সরকার; আপনাদের প্রথম কর্তব্য হচ্ছে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়া।
“আপনারা সেটির কোনো প্রক্রিয়াই শুরু করেননি। এবং বিভিন্ন উপায়ে এই ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছেন। বিভিন্ন রকম এলিট কমিশন বসিয়ে আমাদেরকে ধুলো দেবার চেষ্টা করছেন।”
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ফ্যাসিস্ট বিরোধী জুলাই নেটওয়ার্ক’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
ফরহাদ মজহার বলেন, “আমি মনে করি, বাংলাদেশের জনগণ এটা বোঝার মতো ক্ষমতা, বোঝার মতো বুদ্ধি তাদের রয়েছে। আমরা বলতে চাই, গণঅভ্যুত্থানের মর্ম হচ্ছে গণ-সার্বভৌমত্ব কায়েম করা। রাষ্ট্রের নিপীড়নমূলক সকল যন্ত্র, সকল আইন, সকল প্রতিষ্ঠানকে অবিলম্বে হয় বিলুপ্ত করতে হবে অথবা তাদের বদলাতে হবে।”
এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ‘ফ্যাসিস্ট শক্তির’ সহযোগীদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলে বিটিআরসি ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন ফরহাদ মজহার।
তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিতে চাই, তাদের শিথিলতা ভয়ানক বিপজ্জনক জায়গায় ঠেলে দিচ্ছে। বিটিআরসি-এই সংস্থাটি এর আগে ফ্যাসিস্ট শক্তির সহযোগী হিসেবে কাজ করেছে। যে ফ্যাসিস্ট শক্তিকে আমরা উৎখাত করেছি, তার সংবিধান আমরা এখনও যেমন বাতিল করতে পারিনি, ঠিক তেমনি তার ব্যবসা, প্রযুক্তি, যোগাযোগসহ সকল ক্ষেত্রে ফ্যাসিস্ট শক্তি পূর্ণভাবে অধিষ্ঠিত হয়েছে; এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
এই কলামনিস্ট বলেন, “সরকারকে আমরা বলতে চাই, আপনারা কিছুদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন এবং আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানকেও আপনারা নিষিদ্ধ করেছেন। আমরা সমর্থন করি। কিন্তু, যদি আপনারা সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করে থাকেন, তাহলে ফ্যাসিস্ট শক্তির সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই ফ্যাসিস্ট আমলে তথ্য নিয়ন্ত্রণ, তথ্য নজরদারি করে ফ্যাসিস্ট শক্তির সহযোগিতা করেছিলেন, তাদের নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধ করার অর্থ তাদের লাইসেন্স অবিলম্বে বাতিল করতে হবে।”
‘ফ্যাসিস্টদের’ সহযোগী বিভিন্ন সংগঠনের লাইসেন্স বাতিল না হয় পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ফরহাদ মজহার বলেন, “ফ্যাসিস্ট শক্তির সহযোগীদের লাইসেন্স বাতিলের লিখিত আদেশ নিয়েই আমরা ফিরে যাব।”
সমাবেশে বক্তব্য রাখেন কবি ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রোমেল, লেখক জাহিদ জগৎ, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ন্যাপ-এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, গণ আকাঙ্ক্ষা মঞ্চের প্রতিনিধি আব্দুল মজিদ অন্তর, জুলাই নেটওয়ার্কের আহ্বায়ক মো. আবুল কাশেম।