Published : 25 May 2025, 05:51 PM
আমিরে শরীয়ত মাওলানা আবু জাফর কাশেমী ও মহাসচিব মুফতি ফখরুল ইসলাম নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের কমিটিকে অনুমোদন দিতে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে।
রোববার নির্বাচন ভবনে দলটির এ অংশের নেতারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে মহাসচিব ফখরুল ইসলাম বলেন, “খেলাফত আন্দোলনের দুটো পার্ট। গত দুই নির্বাচনে আমাদের আরেক গ্রুপ আছে, তারা সরকারের সঙ্গে স্বার্থে নিবন্ধনটা করে নেয়। নির্বাচনের বিরোধিতা করার জন্য আমরা নির্যাতনের শিকার হই।”
“ইসিকে আজ আমরা বলতে এসেছি যে, দলের নিবন্ধনটা আমাদের প্রাপ্য। খেলাফত আন্দোলনের পুরনো লোকগুলো আমাদের সঙ্গেই আছেন। আমাদের কমিটি যেন অনুমোদন করে এবং দলের নিবন্ধন যেন আমাদের নামে করে দেওয়া হয়, এই দাবি আমরা ইসির কাছে করেছি।”
আবু জাফর কাশেমী ইসির কাছে লিখিত আবেদন জমা দেওয়ার কথা জানিয়ে বলেন, তারা স্থানীয় সরকার নির্বাচনও আগে দেওয়ার দাবি জানিয়েছেন।
“আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন কখন হবে, কীভাবে হবে সেটা তো আমাদের সরকারের বিষয়। ...
এরপর জাতীয় নির্বাচন হলে সেখানেও তারা ভূমিকা রাখতে পারবেন। এজন্যই আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি আমাদের।”
খেলাফত আন্দোলনের প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম মহাসচিব এনায়েতুল্লাহ হাফেজী, সিনিয়র নায়েবে আমির আজম খান, ঢাকা মহানগরের আমির হোসাইন আকন্দ।
গত ২৭ এপ্রিল বাংলাদেশ খেলাফত আন্দোলনের এই অংশের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ‘বটগাছ’ প্রতীক চেয়েছিল। এর এক মাসের মাথায় আবার লিখিত আবেদন নিয়ে বৈঠক হলো।